পুরাতন মালদা

অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে সচেতনতা শিবির

 

অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল পুরাতন মলদায়। মালদা জেলা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং মালদা সদর দমকল বিভাগের সহযোগিতায় এই সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয়।

    হঠাৎ করে আগুন লাগলে কি করনীয় ? তার পাশাপাশি হিমঘর গুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা কি রয়েছে এই সমস্ত বিষয় এই সচেতনতা শিবিরে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন দমকল বিভাগের মালদা সদর ডিভিশনাল অফিসার স্বপন কুমার দাস, সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা, সম্পাদক অতুল কুমার কুন্ডু সহ অন্যান্যরা।

    এই বিষয়ে সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হিমঘর গুলিতে ফায়ার সেফটি নিয়ে যে নির্দেশিকা বেরিয়েছে তা নিয়েই মূলত এদিনের এই আলোচনা।